আন্তর্জাতিক ডেস্ক : রুট নাইন্টিওয়ান কান্ট্রি মিউজিক উৎসব। এই সঙ্গীত উৎসবে নিজেদের মনকে রাঙাতে এসেছিলেন প্রায় চার হাজার দর্শক। কেউ ভাবেননি এমন চমৎকার উৎসবে এসে নিজেদের বলি হতে হবে। ৬৪ বছরের এক নরপিশাচ একসঙ্গে গুলি করে উৎসবের সবাইকে । এতে মারা যায় ৫০ জন। ওই নরপিশাচের নাম স্টিফেন প্যাডক ।
সংবাদ সম্মেলনে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের শেরিফ জোসেফ লম্বার্ডো জানান, হামলাকারী একজনই ছিলেন। হামলার ধরনটি ‘লোন উলফ’ বলে জানিয়েছেন তিনি।
লম্বার্ডো জানান, হামলার পর ওই হামলাকারীকে (স্টিফেন প্যাডক) গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। প্যাডক নেভাদা অঙ্গরাজ্যের অধিবাসী বলে ধারণা করা হচ্ছে।
লাস ভেগাস পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের বিশ্বাস অন্য কেউ এই হামলার সঙ্গে জড়িত নন’।
হামলাকারী কোনো জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত নয় বলেও জানান তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় রোববার মধ্যরাতে ‘রুট নাইন্টিওয়ান কান্ট্রি মিউজিক’ উৎসবে হামলা চালায় স্টিফেন প্যাডক। মান্দালয় বে নামের একটি আবাসিক হোটেলের ৩৩তলায় অবস্থান নিয়ে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছুড়তে শুরু করেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, গুলি শুরুর পর ছোটাছুটি শুরু করে আতঙ্কিত লোকজন। গুলির পর লাস ভেগাস বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ করে দেয় পুলিশ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস