আন্তর্জাতিক ডেস্ক : পালক বাবা রাম রহিমের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ছিল। তাঁর স্বামী তো বটেই, আরো অনেকেই আপত্তিকর অবস্থায় দেখেছেন তাঁদের।
এই অভিযোগ অস্বীকার করলেন হানিপ্রীত ইনসান। তাঁর প্রশ্ন, কোনো বাবা কি তাঁর মেয়েকে ভালোবেসে স্পর্শ করতে পারেন না? এক সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হানিপ্রীত বলেছেন, আইনি পরামর্শ পেয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিচার ব্যবস্থায় তাঁর পূর্ণ আস্থা রয়েছে, তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হবেন।
তাঁর আরও প্রশ্ন, লোকে কেন তাঁর ও রাম রহিমের বাবা-মেয়ের সম্পর্কে কালি ছেটাচ্ছে। তাঁর অভিযোগ, তাঁদের বিরুদ্ধে নোংরা প্রচার চলছে। একজন বাবা কি তাঁর মেয়েকে ভালোবাসতে পারেন না, তাকে ভালোবেসে ছুঁতে পারেন না? তাঁর প্রশ্ন।
হানিপ্রীতের প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্ত অবশ্য অভিযোগ করেছেন, রাম রহিমের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন তিনি। সিরসায় ডেরা সাচা সৌদা সদর দপ্তরেও একই কাণ্ড চলত বলে তাঁর দাবি। তাঁর আরো অভিযোগ, রাম রহিম তাঁকে সে সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে বলতেন।
হুমকি দিতেন, কাউকে কিছু না বলতে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস