মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০১৭, ০৩:০৭:২৭

অবশেষে আত্মসমর্পণ করতে যাচ্ছেন হানিপ্রীত

অবশেষে আত্মসমর্পণ করতে যাচ্ছেন হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্ক :   অবশেষে আত্মসমর্পণ করতে যাচ্ছেন বাবা রাম রহিমের দত্তক কন্যা হানিপ্রীত। এমনই খবর মিলেছে ঘনিষ্ঠ সূত্রের মারফতে।  জানা গিয়েছে, আজ মঙ্গলবার পাঞ্জাবের হরিয়ানা হাইকোর্টে আত্মসমর্পণ করতে যাবে হানিপ্রীত।  

এই স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের সাজা ঘোষণার পর থেকে নিখোঁজ ছিলেন হানিপ্রীত। তার বিরুদ্ধে একাধিক ধারায় রুজু হয়েছিল মামলা। দীর্ঘদিন খোঁজ না পাওয়ায় মনে করা হচ্ছিল দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে হানিপ্রীত। প্রতিবেশী রাষ্ট্র নেপালে আত্মগোপন করে রয়েছে বলেও মনে করছিল অনেকে।

এর আগে দিল্লি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন হানিপ্রীত। সেই আবেদন স্থগিত করে দেয় আদালত। তাকে আত্মসমর্পণ করতেও নির্দেশ দেওয়া হয়।  বিচারক সঙ্গীতা সেগাল হানিপ্রীতের উদ্দেশে বলেন, পুলিশের হাতে ধরা দেওয়াই সমস্ত সমস্যা থেকে রক্ষা পাওয়ার সঠিক উপায়।  --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে