মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০১৭, ০৭:৩৭:৪৭

যুদ্ধের জন্যে প্রস্তুত SMART ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন!

যুদ্ধের জন্যে প্রস্তুত SMART ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন!

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ এবার আধুনিক! প্রযুক্তির কল্যাণে আজ সবই স্মার্ট যখন, তখন যুদ্ধই বা স্মার্ট হবে না কেন? আর সেদিকে তাকিয়েই এখন স্মার্ট ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন প্রকাশ্যে আনল ইরান। যার নাম দেওয়া হয়েছে সায়েকে বা বজ্রপাত।

ড্রোনটি চারটি লক্ষ্যবস্তুতে স্মার্ট ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা করতে সক্ষম। ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টিও দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। এটি দূর পাল্লার ড্রোন এবং তা আমেরিকার আটককৃত ড্রোন আরকিউ-১৭০’র ইরানি ভার্সন বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি’র ড্রোন প্রদর্শনীতে এটি রাখা হয়েছে।

ইরান এখনও পর্যন্ত বহু অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে। গত জানুয়ারিতে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজের ওপর দিয়ে ইরানের চালকবিহীন বিমান ড্রোন উড়ে যায়। শুধু উড়ে যাওয়া নয়, কেউ কিছু বুঝতে পারেনি। একেবারে গোপনে রণতরীর মধ্যের সমস্ত ছবিও তুলে নেয়। এবার স্মার্ট মিসাইলবাহী ড্রোন প্রকাশ্যে এনে বিশ্বের নজরে তেহরান।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে