আন্তর্জাতিক ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলাসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৪ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ওপারে মাইন বিস্ফোরণে আবারও এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহত ওই রোহিঙ্গার নাম নুরুচ্ছফা (৩০)। তিনি মিয়ানমারের মংডু জেলার তাইংডেবা বলিবাজার গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের ওপার থেকে বাংলাদেশে প্রবেশের সময় সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারা যান নুরুচ্ছফা। মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় ফেলে আসা গরু নিয়ে আসার জন্য ভোরে তিনি সেখানে যান। গরু নিয়ে আসার সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। নুরুচ্ছফা নাইক্ষ্যংছড়ি সীমান্তের বড়ছনখোলা রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানসহ অবস্থান করছিলেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সরোয়ার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল মিয়ানমারের অভ্যন্তরে হওয়ায় সেখান থেকে লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না।সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এর আগে ১০ জন নিহত হন। এর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস