আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা রাজ্যের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের কথিত পালিত কন্যা হানিপ্রীত। প্রায় দেড় মাস গা ঢাকা দিয়ে থাকার পর মঙ্গলবার গোপন ডেরা থেকে ভারতীয় দু’টি চ্যানেলে সাক্ষাৎকার দেন তিনি। এদিন অভিনেত্রী রাখি সাওয়ান্তকেও ফোন করেছিলেন হানি- এমনটাই দাবি রাখির। খবর সংবাদ প্রতিদিনের।
রাম রহিমের বায়োপিক নির্মাণ করছেন রাখির ভাই রাকেশ সাওয়ান্ত। ছবিতে রকস্টার রাম রহিম থেকে শুরু করে ডেরার ধর্ষক বাবা ও তার কারাবাসের আদ্যোপান্ত ফুটিয়ে তোলা হবে। এতে রাম রহিমের কথিত পালিতা কন্যা হানিপ্রীতের চরিত্রে অভিনয় করছেন রাখি। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে।
এ প্রসঙ্গে রাখি বলেছিলেন, হানিপ্রীতকে সাত আট বছর ধরে চেনেন তিনি। তার সম্পর্কে সব কথাই নাকি রাখির জানা। হানিকে অভিনয়, নাচও শিখিয়েছেন তিনি। এমনকি হানিপ্রীত লন্ডনে রয়েছেন বলেও জানিয়েছিলেন রাখি। এবার নতুন বোমা ফাটালেন তিনি। জানালেন, হানিপ্রীত তাকে ফোন করেছেন। ফোনে তাকে কী বলেছেন তাও বললেল।
রাখি জানান, রাম রহিমের বায়োপিকে অভিনয় করায় হানিপ্রীত তার ওপর ক্ষুব্ধ। নিজের ঘনিষ্ঠ বান্ধবী তার চরিত্রে অভিনয় করবেন এটা আশা করেননি হানি। অবশ্য আইটেম কন্যার এমন দাবি অনেককেই হালকাভাবে দেখছেন।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস