বুধবার, ০৪ অক্টোবর, ২০১৭, ০১:১৭:৩৫

ভারতীয় নাবালিকার সঙ্গে আর বিয়ে নয় সৌদি পুরুষের

ভারতীয় নাবালিকার সঙ্গে আর বিয়ে নয় সৌদি পুরুষের

আন্তর্জাতিক ডেস্ক: নাবালিকাদের ভুল বুঝিয়ে সৌদি আরবের শেখদের সঙ্গে বিয়ে দেওয়ার রীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের তেলেঙ্গানা সরকার। এই প্রথা বন্ধ করতে বিধানসভায় বিল আনতে চলেছে রাজ্য সরকার।

সংখ্যালঘু উন্নয়ন দফতরের সচিব সৈয়দ ওমের জালিল জানিয়েছেন, একটি বিস্তারিত নথি তৈরি করা হয়েছে যেখানে সেই সব নাবালিকার হদিস রয়েছে যাদের আরব দেশের বয়স্ক শেখদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। বিধানসভায় বিল পাস হলে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে কী কী পদক্ষেপ করা সম্ভব তারও বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে এই নথিতে।  

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে সৈয়দ ওমের জানিয়েছেন, 'এই ধরনের বিয়ে এক প্রকার মানব পাচারেরই সামিল। সৌদি পুরুষরা এখানকার নাবালিকাদের বিয়ে করে তাদের সঙ্গে খেলার সামগ্রীর মতোই ব্যবহার করে। কিছুদিন পরে তাদের প্রতি মোহ কেটে গেলে সেই সব অসহায় মেয়েদের তালাক দেয়। এভাবে নাবালিকাদের সুযোগ নেওয়াকে মানবপাচারই বলা চলে। এ ধরনের অপরাধ চলতে দেওয়া যায় না। '

বর্তমানে বিস্তারিত তথ্যসহ সকল নথিপত্র অ্যাডভোকেট জেনারেলের কাছে জমা দেওয়া হয়েছে। তার পরামর্শের পর এই ফাইল যাবে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর কাছে। তার কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই বিধানসভায়  বিল পাস করা হবে।  

নতুন নিয়ম কার্যকর হলে ভারতীয় নারীদের বিয়ে করার আগে সৌদি পুরুষদের বিশেষ অনুমতি নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্যও ১০ বছরের বেশি হলে মিলবে না বিয়ের অনুমতি। সূত্র: এই সময়
এমটিনিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে