আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুক হামলাকারী স্টিফেন প্যাডক ফিলিপাইনে তার গার্লফ্রেন্ডের কাছে এক লাখ মার্কিন ডলার পাঠিয়েছিল। গত মাসে তার গার্লফ্রেন্ড ফিলিপাইন সফরে গিয়েছিল।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাত দিয়ে আজ বুধবার ম্যানিলা কর্তৃপক্ষ এ কথা জানায়। ফিলিপাইনের জাতীয় তদন্ত ব্যুরো (এনবিআই) জানায়, মার্কিন তদন্ত সংস্থা এফবিআই মারিলউ ড্যানলি (৬২) নামের ওই গার্লফ্রেন্ডকে খোঁজার বিষয়ে তাদের কাছে সহায়তা চেয়েছে।
এনবিআই মুখপাত্র নিক সুয়ারেজ এএফপিকে বলেন, ড্যানলি গত মাসে ফিলিপাইনে আসেন এবং পরে তার একাউন্টে স্টিফেন এক লাখ মার্কিন ডলার পাঠায়। এএফবিআই এই নারীকে খুঁজে পেতে ইন্টারপোলের ফিলিপাইন দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।
সুয়ারেজ জানান, তদন্তের জন্যে এফবিআই ড্যানলিকে গুরুত্বপূর্ণ মনে করলেও তাকে সন্দেহ করা হচ্ছে না। তবে সুয়ারেজ ও ফিলিপিনো অন্যান্য কর্তৃপক্ষ ড্যানলি এখনো ফিলিপাইনে রয়েছে কিনা সে সম্পর্কে কিছু বলছে না।
উল্লেখ্য, একজন জুয়াড়ি ও অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক প্যাডক (৬৪) গত রবিবার হোটেল রুম থেকে লাস ভেগাসের একটি কনসার্টে নির্বিচার গুলি চালিয়ে ৫৮ জনকে হত্যা করে। এ সময় আহত হয় ৫২৭ জন।
এমটিনিউজ২৪/এম.জে