বুধবার, ০৪ অক্টোবর, ২০১৭, ০২:২২:১০

এ কেমন ভাগ্য, গর্তে গেল পাঁচ কোটি টাকার গাড়ি!

এ কেমন ভাগ্য, গর্তে গেল পাঁচ কোটি টাকার গাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক: দামি গাড়ি নিয়ে রাস্তায় নামলে অনেকেই ভুলে যান আশেপাশের কথা। রাস্তা দিয়ে দ্রুত বেগে উড়ে চলতে চান। কিন্তু এই ধরনের বেপরোয়া গাড়ি চালানোর কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তবে বেশিরভাগ সময়ই গাড়ির মালিকরা এসব দুর্ঘটনাকে আমলে না নিয়ে আরো বেশি বেপরোয়া হয়ে যান।
 
তবে মাঝে মধ্যে অদ্ভুত সব কারণেও দুর্ঘটনার শিকার হন কেউ কেউ। এই যেমন সেদিন চীনের উত্তর পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াঙ প্রদেশে দামি রোলস রয়েস গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মধ্যে তৈরি হওয়া বিশাল এক গর্তের মধ্যে ঢুকে পড়ে।

গাড়িটি গর্তের মধ্যে পুরোপুরি ঢুকে যাওয়ার আগে সৌভাগ্যক্রমে বের হয়ে আসেন গাড়ির মালিক। পরে স্থানীয়দের চেষ্টায় গাড়িটিকেও উদ্ধার করা হয় কিন্তু ততক্ষণে পাঁচ কোটি টাকা দামের গাড়িটির অবস্থা খারাপ হয়ে যায়।
 
গাড়ির মালিক বলেন, সবুজ বাতি জ্বলে ওঠার পর গাড়িটি নিয়ে রওয়া দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি রাস্তার গর্তের মধ্যে পড়তে শুরু করে। কোনো রকমে প্রাণে বেঁচে গেছি। তবে ঠিক কী কারণে হঠাৎ করে রাস্তার মধ্যে গর্ত তৈরি হলো সেই রহস্য এখনো উদঘাটন হয়নি। খবর এনডিটিভি
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে