বুধবার, ০৪ অক্টোবর, ২০১৭, ০২:৩৮:৪৮

মাদ্রাসা নিয়ে এমনই সিদ্ধান্ত যোগীর সরকারের

মাদ্রাসা  নিয়ে এমনই সিদ্ধান্ত যোগীর সরকারের

আন্তর্জাতিক ডেস্ক :  মাদ্রাসা নিয়ে এমনই সিদ্ধান্ত যোগীর সরকারের ? রাজ্যের সরকারি ওয়েবসাইটে মাদ্রাসাগুলির অন্তর্ভুক্তির জন্য সময়সীমা ফের বাড়াল উত্তরপ্রদেশ সরকার। এর আগে ৩০ সেপ্টেম্বর যে সময়সীমা ধার্য করা হয়েছিল, তা আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে।

এর আগে উত্তরপ্রদেশ সরকার রাজ্যের সরকারি ওয়েবসাইটে মাদ্রাসাগুলির অন্তর্ভুক্তির জন্য সময়সীমা ধার্য করেছিল ১৫ সেপ্টেম্বর। পরে তা ১৫ দিনের জন্য বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। বিষয়টি নিয়ে বেশ কিছু টেকনিক্যাল কারণের কথা উল্লেখ করা হয়েছিল।

উত্তরপ্রদেশ মাদ্রাসা এডুকেশন বোর্ডের রেজিস্ট্রার রাহুল গুপ্তা জানিয়েছেন, ওয়েসাইটে মাদ্রাসাগুলির রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর, যা আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, রাজ্যের ১৯ হাজার মাদ্রাসার মধ্যে ১৩,০৫৩ টি ইতিমধ্যেই ওয়েবসাইটে তাদের অন্তর্ভুক্তি করেছে।

১৮ অগাস্ট উত্তরপ্রদেশ সরকার মাদ্রাসাগুলির জন্য ওয়েবসাইট চালু করে। মাদ্রাসাগুলির পরিচালন কমিটি, ছাত্র, শিক্ষকসহ বিভিন্ন তথ্য সরকারি ওই ওয়েবসাইটে নথিভুক্ত করার নির্দেশ দেয় সরকার। ১৫ সেপ্টেম্বর সময়সীমা দেওয়া হয়েছিল।

মাদ্রাসাগুলির পড়াশোনার মান উন্নতি করতে এবং অনিয়ম বন্ধ করতেই উত্তরপ্রদেশ সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। রাজ্যের ৫৬০ টি মাদ্রাসা পুরোপুরি সাহায্য পায়। ৪৬০০ টি মাদ্রাসা পায় আংশিক সাহায্য। -ওয়ান ইন্ডিয়া

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে