আন্তর্জাতিক ডেস্ক : রাম রহিমের যাবজ্জীবন সাজার দাবিতে এবার উচ্চ আদালতের দ্বারস্থ নির্যাতিতা দুই সাধিকা। জেলে থেকেও শান্তি নেই, বিপদ আরও বাড়ল রাম রহিমের। ২০ বছরের জেল নয়, যাবজ্জীবন সাজা দেওয়া হোক রাম রহিমকে, এই মর্মে বুধবারই পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন করেছেন তাঁরা।
২০০২ সালে ওই দুই সাধিকাকে নির্যাতনের অভিযোগে ২৫ অগাস্ট রাম রহিম সিংকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে পঞ্চকুলার সিবিআই আদালত। সাজা ঘোষণার পর রোহতক জেলে যাওয়ার পর থেকেই গুরমিতের একের পর এক কুকীর্তি প্রকাশ্যে এসেছে।
যদিও এসবই মিথ্যা বলে পাল্টা দাবি করছে রাম রহিম । গত ২৬ সেপ্টেম্বর নিম্ন আদালতের রায়কে চ্যালঞ্জ জানিয়ে উচ্চ আদালতে আপিলও করেছে সে। রাম রহিমের দাবি, তাকে মিথ্যা মামলার ফাঁসানো হয়েছে।
এক্ষেত্রে রাম রহিমের আইনজীবী একটি বিষয়ও তুলে ধরেছেন। তাঁর দাবি, '' ঘটনার পর অভিযোগকারিনীদের বয়ান রেকর্ড করতে ৬ বছরেরও বেশি সময় নিয়েছে সিবিআই আদালত। এটাই চ্যালেঞ্জ জানানোর একটি অন্যতম যু্ক্তি।'' -জি নিউজ
এমটিনিউজ২৪/এম.জে