আন্তর্জাতিক ডেস্ক : সম্ভ্রমহানীর দায়ে সাজাপ্রাপ্ত বিতর্কীত ধর্মগুরু রাম রহিম এবং তার কথিত পালিতা মেয়ে হানিপ্রীত ইনসানকে কিনা আমন্ত্রণ জানাচ্ছে জাতিসংঘ! শুনতে অত্যাশ্চর্য লাগলেও ট্যুইটার কিন্তু সে কথাই বলছে|
জাতিসঙ্ঘের অধীনস্থ শাখা হল 'United Nations-Water'। গত কয়েক বছরের মতো এ বারও ১৯ নভেম্বর পালিত হবে বিশ্ব শৌচালয় দিবস| বিশেষ দিনটি পালন করার অনুষ্ঠানে সামিল হতে ডেরা সচ সৌদা প্রধান এবং তার পরীকন্যাকে ট্যাগ করা হয়েছে!
স্বভাবতই জাতিসঙ্ঘের ট্যুইট ঘিরে তীব্র সমালোচনার ঝড় ওঠে| আন্তর্জাতিক স্তরে জাতিসঙ্ঘের মতো জায়গা থেকে কীভাবে এই আমন্ত্রণ আসে, বোধগম্য হয়নি কারও| অনেকেই সন্দেহ প্রকাশ করেন, হয়তো ওই অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে|
কেউ কেউ বলেন, যিনি অ্যাকাউন্টটি সামলান, তিনি হয়তো আদৌ জানেনই না রাম রহিম-হানিপ্রীতের কুকীর্তি এবং বর্তমান দুরবস্থা| যাই হোক, শেষমেশ বিতর্কিত ট্যুইট-আমন্ত্রণ তাদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সরিয়ে দিয়েছে United Nations-Water।
এমটিনিউজ/এসএস