আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা নিধনের সূত্র ধরে একের পর এক বয়কটের শিকার হচ্ছে মিয়ানমার। দেশটির গণতন্ত্রী নেত্রী অং সান সুচির ফ্রিডম অব অক্সফোর্ড পদক বাতিলের পর ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী ও রাণী দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস তার এশিয়া সফরের সূচি থেকে মিয়ানমারকে বাদ দিয়েছেন। চার্লস দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ সফর করবেন। নভেম্বরে অনুষ্ঠিতব্য ওই সফরের সূচিতে মিয়ানমার পরিদর্শনেরও কথা ছিলো প্রিন্স চার্লসের।
সফর সূচী থেকে মিয়ানমারকে কেন বাদ দেওয়া হলো এ বিষয়ে কিছু না বলা হলেও ধারণা করা হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে কেন্দ্র করেই এমন সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ রাজপরিবার। বুধবার সফরসূচী থেকে মিয়ানমারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রিন্স চার্লসের সফরসূচীতে বাংলাদেশের নাম না থাকলে তিনি সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত ভ্রমণ করবেন বলে জানা গেছে।-গার্ডিয়ান
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস