বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০১৭, ০৩:৩০:১৫

মুম্বাই দুর্ঘটনায় ‘মৃত’ মহিলার সঙ্গে ঘটে গেল এই নির্মম কাণ্ড !

মুম্বাই দুর্ঘটনায় ‘মৃত’ মহিলার সঙ্গে ঘটে গেল এই নির্মম কাণ্ড !

আন্তর্জাতিক ডেস্কঃ উৎসবের মওসুমে মুম্বায়ের এলফিনস্টন স্টেশনের ফুটব্রিজের মর্মান্তিক দুর্ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৩ জনের। গুজবের জেরে ঠেলাঠেলিতে ব্রিজে পদপিষ্ট হয়ে মারা যান তারা। এই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি, তার মধ্যেই উঠে এল দুর্ঘটনা ঘিরে এক অমানবিক ছবি।

মুম্বাই দুর্ঘটনার নানা ছবির মধ্যে উঠে এসেছে বহু মৃতদেহের ছবিও। তারই মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে, দুর্ঘটনায় মৃত এক মহিলার হাত থেকে সোনার বালা চুরি করছে জনৈক ব্যাক্তি। দুর্ঘটনার সময়ে পাশে থাকার বদলে , মানুষের লালসা চরিতার্থ করার এই নগ্ন ছবি প্রকাশিত হওয়ায় অবাক অনেকেই।

ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে , নিথর মৃতদেহ থেকে টেনে খোলা হচ্ছে বালাটি। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম সুমালতা শেট্টি। লোভ সামলাতে না পেরে , বিপদের সময়ে মানুষ যে পাশবিক হতে পারে, এই ছবি তা প্রমাণ।

উল্লেখ্য, শুক্রবার নবমীর দিন সকালে বৃষ্টি বিপর্যস্ত মুম্বায়ে গুজবের জেরে ফুটব্রিজের ঠেলাঠেলিতে এই দুর্ঘটনায় ২৩ জনের মৃত্যুর পাশাপাশি, আহত হন ৩৯ জন। মৃতদের মধ্যে রয়েছে ৮ শিশু।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে