আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের এক দরগায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনেরও বেশী। বৃহস্পতিবার বেলুচিস্তান প্রদেশের ঝাল মাগসি জেলায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বলেছেন, আত্মঘাতী হামলাকারীকে দরগার প্রবেশদ্বারে আটক করে পুলিশ সদস্যরা। সে দরগার ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিলো। পুলিশ সদস্যরা তখন তার ওপর গুলি চালালে প্রবেশদ্বারেই বোমা বিস্ফোরণ ঘটায় হামলাকারী।
ঝাল মাসগিতে অবস্থিত ডিএইচকিউ হাসপাতেলের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ড. রুখসানা মাগসি বলেন, হাসপাতালে এখন পর্যন্ত ১৪ জনের লাশ এসে পৌঁছেছে। পাশাপাশি আহত অবস্থায় এসেছেন ২২ জন। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
এমটিনিউজ/এসএস