আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গকে হিন্দুরাষ্ট্র বানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে এই কথা বললেন শিলিগুড়ি পৌরসভার মেয়র ও সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করেন শিলিগুড়ির মেয়র।
সেখানে তিনি বলেন, “হিন্দুরাষ্ট্র করার জন্য আরএসএসের দরকার নেই। হিন্দুরাষ্ট্র উনি (মমতা) করে দিতে চাইছেন।” কটাক্ষের সুরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বলছেন, তোমরা (আরএসএস) নয়, হিন্দুরাষ্ট্র তৈরির কাজ আমিই করে দেব।”
অশোক ভট্টাচার্য আরও বলেন, সরকারি উদ্যোগে প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠানের আয়োজন করার জন্য মুখ্যসচিব মলয় কুমার দের নামে একটি চিঠি পেয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্র কি নিজের তহবিল থেকে প্রতিমা নিরঞ্জনের অনুষ্ঠান করতে পারে? কারণ রাষ্ট্রের কোনও ধর্ম হয় না। অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ছবি টাঙালেই চেক মিলছে।
এমটিনিউজ/এসএস