আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া আগামী ২০১৯ সালের মধ্যেই মিসাইল ধরার রাডার নিয়ে আসছে। ভরোনেজ নামে সেই প্রযুক্তিটির নির্মাণকাজ চলছে বলে জানায় রাশিয়ার স্পেস ফোর্সের কমান্ডার ইন চিফ জেনারেল আলেক্সান্ডার গলোভকো।
বুধবার তিনি জানান, রাশিয়ার কোমি ও মুরমানস্ক অঞ্চলে পেণাস্ত্র সতর্কতা সঙ্কেতধারী এই প্রযুক্তি তৈরি হচ্ছে, যা ২০১৯ সালের মধ্যে শেষ হবে।
তিনি বলেন, প্রকল্পটিকে রাশিয়ার স্পেস ফোর্স তাদের ‘টপ প্রায়োরিটি’ হিসেবে দেখছে।
এই প্রযুক্তি ডেভেলপ করা হলে খুব সফলতার সাথে যেকোনো ধরনের পেণাস্ত্র হামলা ঠেকাতে পারবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া পেণাস্ত্র বিধ্বংসী যেসব প্রযুক্তি বর্তমানে কার্যকর আছে তার আপডেটও জানান আলেক্সান্ডার।
৪ অক্টোবর বার্ষিক স্পেস ফোর্সেস ডে উদযাপন করেছে রাশিয়া। ১৯৫৭ সালের ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ নিপে করেছিল। সেটাকে স্মরণ করে প্রতিবছর স্পেস ফোর্সেস ডে পালন করে দেশটি। এবারের উৎসবে ভরোনেজ প্রযুক্তিটির আপডেট ঘোষণা করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস