আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পারমাণবিক ঘাঁটিতে ভারত আক্রমণ করলে তাদেরকে ‘পূর্ণ মাত্রার পারমাণবিক আক্রমণে’র মাধ্যমে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ।
খাজা আসিফ বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান বিএস ধানোয়ার এক বক্তব্যের প্রতিক্রিয়ায়। ধানোয়া এর আগে বলেছিলেন, ইসলামাবাদের পারমাণবিক অস্ত্র মোকাবেলায় নয়া দিল্লি সীমান্ত জুড়ে তল্লাশি চালিয়ে অস্ত্র ঘাঁটিগুলো খুঁজে বের করে নিশ্চিহ্ন করে দিতে পারে।
আসিফ বলেন, ‘যদি সেরকম কিছু ঘটে, আমাদের তরফ থেকে কোনো রকম সংযম কেউ আশা করবেন না।’
নিজের বক্তব্য সোজাসুজি প্রকাশ করার জন্য পরিচিত খাজা আসিফ আরও বলেন, ‘এই মুহূর্তে এর চেয়ে কূটনৈতিক ভাষা আমার জানা নেই।’
পাকিস্তান এই মুহূর্তে পারমাণবিক অস্ত্র তৈরিতে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। সম্প্রতি দেশটির সেনাবাহিনী দাবি করেছে তারা সূক্ষ্ম পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে যা ভারতীয় সেনাঘাঁটির ভারী অস্ত্রসজ্জিত ইউনিটে কৌশলে আঘাত হানতে সক্ষম।
হিন্দুস্তান টাইমস বলছে, পাকিস্তানের এই ধরণের পারমানবিক অস্ত্র তৈরির ঘোষণার বিপরীতে ধানোয়ার বক্তব্যটি ছিলো একটি ধারণামাত্র। এটি পাকিস্তানের প্রতি ভারতের সরাসরি হুমকি নয় বলেই দাবি করেছে দেশটির শীর্ষস্থানীয় দৈনিকটি।
ধানোয়ার উক্তি ছাড়াও আসিফ এসময় বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামীর বক্তব্যের কথাও তুলে ধরেন যেখানে তিনি পাকিস্তানকে ‘চার টুকরো’ করার হুমকি দেন।
সুব্রামানিয়ান স্বামী কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন ১৯৭১ এর যুদ্ধে বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে পাকিস্তানকে দুই টুকরো করেছিলো ভারত, প্রয়োজনে এবার পাকিস্তানকে চার টুকরো করা হবে।
ভারতীয়দের এই ধরণের বক্তব্যকে তুলে ধরে আসিফ বলেন, ‘এরকম পরিবেশে পাকিস্তান ভারতের তরফ থেকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য কোনো ইতিবাচক পদক্ষেপ দেখছে না।’
তিনি আরও বলেন, পাকিস্তানই শান্তি চায় এবং তাদের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ২০১৪ তে ভারত সফরের মাধ্যমে এই ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন।
আসিফের বক্তব্যের ব্যাপারে নয়া দিল্লী থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি।-হিন্দুস্তান টাইমস
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস