আন্তর্জাতিক ডেস্ক : যে কোনো সময় পাকিস্তানে বিমান হামলা করতে তৈরি ভারতীয় বিমান বাহিনী। শুধুমাত্র পাক-সেনা ছাউনি নয়, পরমাণু অস্ত্র ঘাঁটিও হামলায় গুঁড়িয়ে দিতে তৈরি ভারতীয় যুদ্ধবিমান। বৃহস্পতিবার এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া এ ভাবেই পাকিস্তান প্রচ্ছন্ন ‘হুমকি’ দিয়ে বলেন, যে কোনও সময় হামলা, প্রস্তুত বিমান বাহিনী ।
বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে তাকে জিজ্ঞাসা করা হয়, পাকিস্তানের হাতে থাকা পরমাণু অস্ত্রের সুরক্ষা নিয়ে যখন সারা বিশ্বে আলোচনা হচ্ছে, তখন ভারতীয় বিমান বাহিনী এ নিয়ে কী ভাবছে? উত্তরে এয়ার চিফ মার্শাল বলেন, ‘পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার নিয়ে আমাদের খসড়া তৈরিই রয়েছে। আমি অনেক সময় এই প্রশ্নের মুখোমুখি হয়েছি, যদি পাকিস্তান পরমাণু হামলার সিদ্ধান্ত নেয় তবে আমাদের কী করণীয়? ভারতীয় বিমান বাহিনী শুধুমাত্র পরমাণু অস্ত্র নয়, সীমান্তের ওপারে যে কোনো টার্গেট লোকেট করতে পারে এবং তা ধ্বংস করার ক্ষমতা আমাদের রয়েছে।’
তিনি আরও জানান, খুব অল্প সময়ের নোটিশে যুদ্ধের জন্য প্রস্তুত হবে বিমান বাহিনী। তার কথায়, ‘অল্প সময়ের নোটিশে যে কোনো রকম আঘাত হানতে তৈরি রয়েছি। শুধু তাই নয়, ভারতীয় নৌসেনা এবং ভারতীয় সেনাকে সব রকম সাহায্যের জন্যেও প্রস্তুত রয়েছি আমরা। দীর্ঘ সময়ের জন্যে যাবতীয় যুদ্ধের প্রস্তুতি রয়েছে আমাদের।’
গত কয়েক মাস ধরে সারা বিশ্বে পাকিস্তানের পরমাণু অস্ত্রের সুরক্ষা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে। গত আগস্ট মাসে ট্রাম্প প্রশাসনের এক প্রবীণ কর্তা জানান, পাকিস্তানের পরমাণু অস্ত্র কোনোভাবেই সুরক্ষিত নয়। তা যে কোনো সময় কোনো সন্ত্রাসবাদী সংগঠন বা ব্যক্তিবিশেষের হাতে চলে যেতে পারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস