আন্তর্জাতিক ডেস্ক : নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান। সম্প্রতি পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র সাফল্যের সঙ্গে পরীক্ষা করেছে তেহরান। খোররামশাহর নামের নয়া ব্যালিস্টিক মিসাইলটি প্রায় ২০০০ কিলোমিটার উড়ে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে।
একসঙ্গে একাধিক পারমাণবিক বোমা বহনে সক্ষম এই অত্যাধুনিক মিসাইল। এই মিসাইলের আওতার মধ্যে সহজেই চলে আসছে ইজরায়েল, সৌদি আরব ও ভারত। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির স্পষ্ট হুঁশিয়ারি, কারও নিষেধাজ্ঞার পরোয়া করে না তেহরান।
আর এতেই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনটি দেশই যুক্তরাষ্ট্রের মিত্রদেশ। ট্রাম্পের অভিযোগ, গোটা বিশ্ব যখন পারমাণবিক নিরস্ত্রীকরণের পথে হাঁটছে, তখন আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি লঙ্ঘন করছে ইরান।
এদিনের বৈঠক থেকে মার্কিন প্রেসিডেন্ট কড়া বার্তা দিয়ে বলেন, ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশ তাঁকে মিলিটারি নামাতে বাধ্য করছে। তিনি বলেন, ‘আমি জানি সরকারি কাজকর্ম ধীর গতিতে চলে। কিন্তু আমি সে সবের তোয়াক্কা করি না। আমার কাছে প্রচুর মিলিটারি অপশন রয়েছে। যখনই দরকার পড়বে, সেনা নামাতে আমি এক মুহূর্তও দেরি করব না।’
এমটিনিউজ/এসএস