মিশরে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেল ব্রিটিশ বিমান
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের থমসন এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান মিশরের পর্যটন নগরী শার্মুশ শেইখের দিকে যাওয়ার পথে অল্পের জন্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেয়েছে। বিমানটিতে ১৮৯ জন যাত্রী ছিল। ঘটনাটি গত ২৩ আগস্টে ঘটলেও গতকাল (শুক্রবার) তা প্রকাশ করা হয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পেরে পাইলট গতিপথ বদলে বিমানটিকে রক্ষা করেন। এ সময় ক্ষেপণাস্ত্রটি বিমান থেকে প্রায় এক হাজার ফুট বা ৩০৪ মিটার দূরে ছিল। বিমান নিরাপদে নামতে পারলেও যাত্রীদেরকে এ ভয়াবহ বিপদ থেকে রক্ষা পাওয়ার বিষয়টি জানানো হয় নি।
এদিকে, গত ৩১ অক্টোবর শার্মুশ শেইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে যাওয়ার পথে সিনাই উপদ্বীপে রুশ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পরই শার্মুশ শেইখগামী সব বিমান চলাচল বাতিল করে দেয় ব্রিটেন। নিরাপত্তা হুমকির কারণে বিমান চলাচল বাতিল করেছে বলে জানিয়েছে দেশটি।
এত দেরি করে ওই ঘটনা কেন প্রকাশ করা হলো কিংবা এ ঘটনার পরইপরই কেন শার্মুশ শেইখগামী সব বিমান চলাচল বাতিল করে নি ব্রিটিশ সরকার- খবরে তার কোনো ব্যাখ্যা দেয়া হয় নি।
এদিকে এমন মুহূর্তে এ খবর প্রকাশ পেলো যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিসরে তাদের বাণিজ্যিক বিমানের সকল ফ্লাইট স্থগিত ঘোষণা করেছেন। তদন্তকারীরা মিসরে বিমান বিধ্বস্তের কারণ অনুসন্ধান অব্যাহত রেখেছেন। জঙ্গি সংগঠন আইএস বিমান ভূপাতিতের মাধ্যমে ২২৪ জন মানুষ হত্যাকে নিজেদের ‘সাফল্য’ দাবি করলেও এটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে বিমানটিতে আদৌ হামলা হয়েছিল কি না!
৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই