আন্তর্জাতিক ডেস্ক : ফের আমেরিকাকে হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। আমেরিকা যদি দেশের বিরুদ্ধে হামলার দুঃসাহস দেখায় তবে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। পরমাণু হামলার জবাব পরমাণু বোমা দিয়েই দেওয়া হবে বলে নতুন করে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার তরফে দেওয়া হুঁশিয়ারিতে বলা হয়েছে, মার্কিন হামলার জবাব সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে দেওয়া হবে। আমেরিকা পরমাণু হামলা করলে পরমাণু বোমা দিয়ে তার জবাব দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে উত্তর কোরিয়ার সমস্যার মোকাবেলা করা হবে বলে সাংবাদিকদের অবহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার এই বক্তব্যের পরই আমেরিকার বিরুদ্ধে হামলার হুমকি দেয় উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এতে বলা হয়, আমেরিকা আগ্রাসন চালালে দক্ষিণ কোরিয়া এবং জাপানের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করবে পিয়ংইয়ং। এ ছাড়া, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদেও হামলা করা হবে।
এমটিনিউজ/এসএস