শুক্রবার, ০৬ অক্টোবর, ২০১৭, ০৭:৪৩:১১

বাঙালি যুবককে বিয়ে করে বিপদে পড়লেন তরুণী

বাঙালি যুবককে বিয়ে করে বিপদে পড়লেন তরুণী

আন্তর্জাতিক ডেস্ক : প্রেম করেছিল! সেই পরিণয়ে সূত্র ধরে বিয়ে। তবে বাঙালি যুবককে বিয়ে করে বিপদে পড়লেন রাজস্থানের এক তরুণী। ওই তরুণীর বাবা-মার অভিযোগের ভিত্তিতে তরুণী এবং যুবক দুজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে, প্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও দুই রাজ্যের পুলিশ কীভাবে তরুণী এবং যুবককে গ্রেপ্তার করতে পারে? এ ঘটনার পর দুই রাজ্যের পুলিশের ভূমিকায় প্রশ্ন দেখা দিয়েছে।

জানা গেছে, দম্পতিকে একসঙ্গে থাকার নির্দেশ দিয়েছিল কালনা আদালত। তারপরও হেনস্থা সহ্য করতে হয় স্বামী-স্ত্রী ও ছেলের বাড়ির লোকজনদের। সূত্রের খবর, ছেলেটির বাড়ি পশ্চিমবঙ্গের কালনার পূর্বস্থলীতে এবং মেয়েটির বাড়ি রাজস্থানের করগাঁওয়ে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে