শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৫:৪৪:১৮

কাশ্মীর আবার ভূস্বর্গ হবে : মোদি

কাশ্মীর আবার ভূস্বর্গ হবে : মোদি

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর আবার ভূ-স্বর্গ হবে। আবার এখানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে। শনিবার শ্রীনগরের শের-ই-কাশ্মীর স্টেডিয়ামের সভামঞ্চে দাঁড়িয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আমাদের ক্রিকেটাররা যে ব্যাটে ছয় মারেন, সেই ব্যাট তৈরি হয় কাশ্মীরে। এই রাজ্য আমাদের পারভেজ রসুলের মত ক্রিকেটারকে উপহার দিয়েছে। তাহলে এই রাজ্যে আন্তর্জাতিক ম্যাচ হবে না কেন? কাশ্মীর সমস্যার সমাধানের উপায় বালতে গিয়ে এদিন নরেন্দ্র মোদি বলেন, “যুবদের রোজগারই হল সমস্ত সমস্যার একমাত্র সমাধান।’ তাই যুব সমাজের উন্নয়ন এবং তাদের রোজগারের ব্যবস্থা করাই তার প্রাথমিক লক্ষ্য বলে দাবি জানান প্রধানমন্ত্রী। এদিন কেবল যুব সমাজের উন্নয়নের দাবি জানিয়েই ক্ষান্ত হননি তিনি। জম্মু-কাশ্মীরের যুবদের কর্মসংস্থানের জন্য জম্মু-শ্রীনগর মার্কেটের বাস্তবায়নের উপর জোর দেন এবং যুবদের কারিগরী শিক্ষায় শিক্ষিত করে তুলতে কাশ্মীরে আইআইটি, আইআইএম গড়ারও আশ্বাস দেন তিনি। এদিন এই সভামঞ্চ থেকেই কাশ্মীরের উন্নয়নের জন্য ৮০ হাজার কোটি টাকা প্যাকেজ দেওয়ার ঘোষণা করেন নরেন্দ্র মোদি। এছাড়া কাশ্মীর, লাদাখ সহ প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ইতিমধ্যে কাশ্মীরে উন্নত পরিকাঠামো গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। জম্মু-শ্রীনগর হাইওয়ে তৈরি হচ্ছে। এর জন্য কেন্দ্র ৩৪ হাজার কোটি টাকা খরচ করছে। এই হাইওয়েটি তৈরি হয়ে গেলে কাশ্মীর সফর অনেক সহজ হয়ে যাবে। ১২ ঘণ্টার রাস্তা সাড়ে তিনঘণ্টায় পৌঁছনো যাবে। এছাড়া কৃষি সহ অন্যান্য ক্ষেত্রেও উন্নয়নের চেষ্টা চলছে। পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্যাশমিনা, স্যাফরন, আপেল দিয়ে কাশ্মীরকে ঐতিহ্যবাহী উন্নয়ন মডেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে বলেও জানান নরেন্দ্র মোদি। কাশ্মীরের উন্নয়নে জোর দেওয়ার পাশাপাশি বন্যার্তদের পুনর্বাসনের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। বলেন, তার সরকারের লক্ষ্য ‘সবকা সাথ, সবকা বিকাশ’। বন্যার্তদের পুনর্বাসনের জন্য কেন্দ্র ও রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং তিনি ব্যক্তিগতভাবে বন্যার্তদের নিয়ে ভীষণ উদ্বিগ্ন ছিলেন বলে এদিন জানান নরেন্দ্র মোদি। উল্লেখ্য, কাশ্মীরে বিজেপি-পিডিপি জোট সরকার গঠন হওয়ার পর এই প্রথমবার ভূ-স্বর্গে গেলেন নরেন্দ্র মোদি। এদিন শ্রীনগরে জনসভা করার পর জম্মু-শ্রীনগর হাইওয়ে এবং একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন তিনি। ৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে