আন্তর্জাতিক ডেস্ক: কার্যত ভারত চিন সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত-চিনের সেনাবাহিনী। এই অবস্থায় গত কয়েকদিন আগে প্রকাশ পায় ক্যাগের চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে বলা হয়, ভারতীয় সেনার কাছে লাগাতার ১০ দিনের যুদ্ধ করার মতোই গোলাবারুদ আছে।
এই রিপোর্ট ফাঁস হতেই চাপ বেড়ে যায় সামরিক কর্তাদের। যদিও এরপরেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জানান, বিচলতি হওয়ার কিছু নেই। ভারতের অস্ত্রভান্ডারে লাগাতার যুদ্ধ করার জন্যে গোলাবারুদ আছে। জানা গিয়েছে, এরপরেই চরম হুঁশিয়ারি দিয়ে ভারতের অস্ত্রভান্ডার ভরাতে আরও ১ লক্ষ কোটি মিসাইল তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে অর্থাৎ ২০২০ সালে অস্ত্রভান্ডারে মিসাইল দ্রুত গতিতে তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
ডিফেন্স রিসার্চ এবং ডেভেলোপমেন্ট ল্যাবোটারির অধিকর্তা এম এস আর প্রসাদ জানিয়েছেন, ২০২০ সালের মধ্যে মিসাইল চারগুণ হয়ে দাঁড়াবে ১ লক্ষ কোটি। ফলে, আগামী তিনবছরের মধ্যে কয়েক গুণ মিসাইল চলে আসবে ভারতের অস্ত্র ভান্ডারে।
শুধু তাই নয়, আকাশ মিসাইলকে আরও উন্নত করতে ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে গবেষণার কাজে। ফলে, আগামী কয়েক বছরের মধ্যে একটি শক্তিধর রাষ্ট্র হিসাবে পরিণত হবে ভারত।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস