শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ১১:৪৫:৩৮

পাঁচটি বোমা ফেটে যাওয়ার শঙ্কায় খালি করা হচ্ছে শহর

পাঁচটি বোমা ফেটে যাওয়ার শঙ্কায় খালি করা হচ্ছে শহর

আন্তর্জাতিক ডেস্ক: ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার পাঁচটি বোমা উদ্ধার হল জার্মানির হ্যানোভার শহরে। আর এই মুহুর্তের খবর হলো, এই বোমা নিষ্ক্রিয় করতে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে।  জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা নিষ্ক্রিয়করণের দ্বিতীয় বৃহত্তম ঘটনা এটি।  এজন্য শহরটির জনসংখ্যার প্রায় এক-দশমাংশ মানুষকে সরে যেতে হচ্ছে।  

যেসব ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হচ্ছে, তার মধ্যে রয়েছে সাতটি পরিষেবা কেন্দ্র, একটি ক্লিনিক ও একটি কন্টিনেন্টাল টায়ার প্ল্যান্ট।  তবে দেশের সামরিক আধিকারিকরা আশা করছেন, যাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে তারা সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরতে পারবে।

বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ১৩ টি সন্দেহজনক বস্তু পরীক্ষা করেছে।  তবে রিপোর্টে বলা হয়েছে,  এর মধ্যে ৫ টি বোমা বলে মনে করা হচ্ছে।  দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষ হ্যানোভার শহরে বিমান থেকে বোমা বর্ষণ করে এবং এতে শহরের হাজারো মানুষ নিহত হয়, ধ্বংস হয় শহরের বহুলাংশ।  

১৯৪৩ সালের ৯ অক্টোবরের রাতের হামলায় ২ লাখ ৬১ হাজার বোমার আঘাতে ১ হাজার ২৪৫ জন নিহত হয়। ঘরছাড়া হয় ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। এই বিশাল বোমাগুলি সেগুলিরই অংশ বলে মনে করা হচ্ছে।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে