আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়ে করতে চাইছেন ভারতের এক নারী। ওম শান্তি শর্মা নামে চল্লিশোর্ধ্ব এই ডিভোর্সি এই পণ করে গত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে আছেন।
শান্তি থাকেন রাজস্থানের জয়পুরে। কুড়ি বছরের একটি মেয়েও রয়েছে তার। মোদীকে বিয়ে করতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে শান্তি বলেন, “আমার বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু বেশি দিন সেই সম্পর্ক টেকেনি। তার পর থেকে বহু বছর আমি একা।”
নিজের একাকীত্ব ঘোচাতে কেন সঙ্গী চান মোদীকে- তার ব্যাখ্যায় শান্তি বলেন, তিনি যেমন একা, প্রধানমন্ত্রীও একা। প্রধানমন্ত্রীকে অনেক কাজ করতে হবে, আর সেই কাজে তাকে সহযোগিতা করতে চান।
৬৭ বছর বয়সী মোদী যৌবনে বিয়ে করলেও স্ত্রীর সঙ্গে সংসার করেননি। এদিকে শান্তি বলছেন, বিয়ের বহু প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন শুধু মোদীকে বিয়ে করবেন বলে!
প্রধানমন্ত্রীকে পাওয়া সহজ নয় স্বীকার করলেও এই নারী বলছেন, মোদী যতক্ষণ না এসে তার সঙ্গে দেখা করবেন, তিনি অবস্থান থেকে উঠবেন না।
“জয়পুরে প্রচুর জায়গা-জমি রয়েছে আমার। সে সব বিক্রি করে মোদীজির জন্য উপহার কেনার পরিকল্পনা করেছি। তবে মোদীজি যতক্ষণ না আসবেন, যন্তর মন্তর থেকে আমি এক পা-ও নড়ব না।”
পুলিশ যদি তুলে দেয়, তা নিয়ে চিন্তায় রয়েছেন তিনি। “সরকার যদি এখান থেকে সরিয়ে দেয়, জানি না কী করব।”
বিষয়টি নিয়ে সবার উপহাসের পাত্রী হলেও তাতে গা নেই শান্তির। তিনি বলেন, “মানুষ যখন এই কথা শোনেন, আমাকে উপহাস করে। কিন্তু তাদের একটা বার্তাই দিতে চাই, শুধু ভালবাসার টানেই নয়, মোদীজির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। আর সে কারণেই আমার এই সিদ্ধান্ত।” – আনন্দবাজার পত্রিকা অবলম্বনে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস