আন্তর্জাতিক ডেস্ক : অন্যান্য ব্যালিস্টিক মিসাইল তো রয়েইছে। যুদ্ধের আবহ-আকাশের ঈশান কোণে আপাতত কালো মেঘ তৈরি করছে চীনের নয়া হাতিয়ার। হাইপারসনিক মিসাইল নিয়ে যে কোনও মুহূর্তে হামলা চালাতে প্রস্তুত বেজিং।
ম্যাক ৫ গতিসম্পন্ন এই হাইপারসনিক মিসাইল যে কোনও দেশের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। চীনা রণকৌশলের অন্যতম বড় ফ্যাক্টর হয়ে উঠছে এই হাইপারসনিক মিসাইল।
শুধু চীনই নয়, হাইপারসনিক মিসাইলের রক্তচক্ষু দেখাচ্ছে রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রও। ফলে ছাইচাপা আগুনের মতো বিশ্ব জুড়েই যুদ্ধের দামামা বাজা সময়ের অপেক্ষা বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
একদিকে, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপনাস্ত্র পরীক্ষা, তারওপর মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পেশি প্রদর্শন। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক বলেই মনে করছেন তারা।
হাইপারসনিক ওয়েপন সিস্টেম প্রথম পরীক্ষা করা হয় ৯ জানুয়ারি। শব্দের থেকেও ৫-১০ গুণ গতিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় ৩,৮৪০ থেকে ৭,৬৮০ মাইল অতিক্রম করতে পারে।
একটি DF-21 ব্যালিস্টিক মিসাইল থেকে পরীক্ষামূলক ভাবে ছোড়া হয় অস্ত্রটি। প্রচণ্ড গতিসম্পন্ন হওয়ায় অস্ত্রটি ২০ মিনিটের মধ্যে বেঙ্গালুরু ও ১০ মিনিটেরও কম সময়ে দিল্লিতে আঘাত হানতে পারে বলে মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।
এমটিনিউজ/এসএস