শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ০৭:২৬:০৫

নিখোঁজ সাংবাদিকের কাটা মুন্ডু, ধড় ও পা উদ্ধার!

নিখোঁজ সাংবাদিকের কাটা মুন্ডু, ধড় ও পা উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক : দু'মাস নিখোঁজ হয়ে থাকা এক সুইডিশ মহিলা সাংবাদিকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়েছে ডেনমার্কের কোপেনহাগেনে। ওই সাংবাদিকের নাম কিম ওয়াল। ওয়ালকে কেন খুন করা হল, পুলিশ এখনও সেই রহস্যের জট খুলতে পারেনি।

খবরের খোঁজে ডেনমার্কের একটি সাবমেরিনে চেপে আগস্টে রওনা হওয়ার পর গত দু'মাস ধরে আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না সুইডিশ সাংবাদিক কিম ওয়ালের। ওই সাবমেরিনটি ডেনমার্কেরই এক প্রযুক্তিবিদ পিটার ম্যাডসেনের বানানো।

পুলিশের সন্দেহ, ওই সাবমেরিনেই খুন করা হয় সাংবাদিক ওয়ালকে। ডুবুরিরা সমুদ্রে নেমে একটি প্লাস্টিক ব্যাগ পেয়েছেন। সাংবাদিক ওয়ালের ধড়, মুন্ডু, পা আলাদা আলাদা ভাবে কেটে ওই প্লাস্টিক ব্যাগেই পুরে রাখা ছিল।

সেই ব্যাগটি যাতে সমুদ্রে ডুবে না যায়, সে জন্য তাতে ভারী ধাতব খণ্ড চাপানো ছিল। যে ছুরি দিয়ে ওই মহিলা সাংবাদিকের দেহটি কেটে ছিন্নভিন্ন করা হয়েছিল, সেই ছুরিটাও ওই ব্যাগে রাখা ছিল।

সাবমেরিনটি যিনি বানিয়েছেন সেই ম্যাডসেনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশকে ম্যাডসেন বলেছেন, দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে ওয়ালের।

কোপেনহাগেন পুলিশের এক মুখপাত্র অবশ্য জানাচ্ছেন, ওই মহিলা সাংবাদিকের ধড়ে ১৫টি ছুরিকাঘাতের ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তবে ওই মহিলা সাংবাদিকের দু'টি হাতের হদিশ মেলেনি এখনও পর্যন্ত।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে