শনিবার, ০৭ অক্টোবর, ২০১৭, ০৭:৫৮:৪০

সৌদি আরবের রাজকীয় প্রাসাদের কাছে হামলার চেষ্টা, নিহত ৩

সৌদি আরবের রাজকীয় প্রাসাদের কাছে হামলার চেষ্টা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের জেদ্দায় দেশটির একটি রাজকীয় প্রাসাদের কাছে হামলাচেষ্টার খবর পাওয়া গেছে। তবে ওই পুলিশ প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে এমন খবর ছড়িয়ে পড়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সৌদি সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদের মার্কিন দূতাবাস।

আল জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার রাজকীয় আল সালাম প্যালেসের কাছে এ হামলার খবর পাওয়া গেছে। এতে অন্তত এক হামলাকারী ও দুই রাজকীয় প্রহরীসহ মোট ৩ জন নিহত হয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে