আন্তর্জাতিক ডেস্ক : কথা মতো কাজ না করার শাস্তি! সরকারি অফিসারকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হল। অভিযুক্ত স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গের হুগড়ি জেলার গোঘাটের রঘুবাটি এলাকায়।
মাথায় গুরুতর আঘাত পেয়ে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রঘুবাটি পঞ্চায়েতের রেভিনিউ ইন্সপেক্টর শিশির মুখার্জী। আর অভিযুক্ত তৃণমূল নেতা বিজয় রায় গোঘাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ।
কয়েক মাস আগে রেভিনিউ ইন্সপেক্টর পদে অবসর নিলেও, লোক সঙ্কটের কারণে শিশির মুখার্জীকেই কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। অভিযোগ, কাল তাকে পথেই প্রথমে আটকান বিজয় রায়। কেন তার কথা মতো, তার পছন্দের তালিকাভুক্তদের পাট্টা দেওয়া হয়নি, এর জবাব চান মমতা ব্যানার্জীর দলের নেতা।
বিষয়টির দায়িত্ব BLRO-র, তিনি কিছুই জানেন না, বৃদ্ধ ওই সরকারি অফিসার একথা বলতেই শুরু হয় মার। ঘটনাস্থলেই জ্ঞান হারান শিশির মুখার্জী। তাকে প্রথমে গোঘাট হাসপাতাল ও পরে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়।
এনিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। অভিযুক্ত নেতা এখন পলাতক। গোঘাটে সরকারি অফিসারকে তৃণমূল নেতার মারধরের অভিযোগ ঘিরে, অস্বস্তিতে মমতা ব্যানার্জীর দল। বিষয়টি লজ্জার বলে মন্তব্য স্থানীয় তৃণমূল নেতৃত্বের। অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে।
এমটিনিউজ/এসএস