আন্তর্জাতিক ডেস্ক : কোথায় ভেদাভেদ? বাংলায় সে সব নেই। কথাটা সত্যি প্রমাণ হচ্ছে সব দিক থেকেই। সরকারি নিয়ম মাফিক পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর বিসর্জনের পরেই ঘটে গিয়েছিল একটি দুর্ঘটনা।
বানের জলে গঙ্গার ঘাট থেকে ভেসে গিয়েছিলেন মোহাম্মদ আলি নস্কর, রফিকুল নস্কর ও মোহাম্মদ আমন। এদিন প্রাণে বাঁচার সম্ভবনা তাদের ছিল না। কিন্তু কৈলাসে ফেরার পথে রক্ষা করলেন দেবী নিজেই। তিনজনের বানের জলের ঢেউয়ে যখন ভেঁসে যাচ্ছিলেন, তখন কোথা থেকে ভেঁসে এলো এক প্রতিমার কাঠাম।
ঢেউ কাটিয়ে প্রতিমার কাঠামোয় ভর দিয়ে প্রাণে বাঁচলেন তারা। কাঠামোয় করে ভেসে চলে গেলেন প্রায় ৮ কিলোমিটার। সেখান থেকে পুলিশ ও উদ্ধার কর্মীদের সাহায্যে নদীর পাড়ে উঠে তারা।
একদিকে যখন ধর্মের জিগির তুলে পশ্চিমবঙ্গের রঙ পাল্টে দেওয়ার চেষ্টা করছে একপক্ষ, তখনই অন্য দিকে নেহাত কাকতালীয় ভাবে হলেও তিন অন্য ধর্মের মানুষ হিন্দু আরাধ্যা দেবীর আশির্বাদে ফিরে পাচ্ছেন নতুন প্রাণ।
পুলিশ জানাচ্ছে, বিসর্জনের পরেই যখন গঙ্গার ঘাট থেকে কাঠামো তুলে নেওয়া হচ্ছিল, তখনই এই তিনজনকে দেখতে পাওয়া যায়। তারপরেই উদ্ধার করা হয় এদের। পুলিশের কাছে এই তিনজনের নিখোঁজ হওয়ার খবর ছিল। পরে কলকাতা জল পুলিশের সাহায্যে এদের উদ্ধার করা হয়। সূত্র : আজকাল
এমটিনিউজ/এসএস