রবিবার, ০৮ অক্টোবর, ২০১৭, ১০:১৫:৪৮

আগামী ১০ অক্টোবর ভয়াবহ কী ঘটনা ঘটাতে চায় উত্তর কোরিয়া?

আগামী ১০ অক্টোবর ভয়াবহ কী ঘটনা ঘটাতে চায় উত্তর কোরিয়া?

আন্তর্জাতিক ডেস্ক: দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। এই ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারবে। সম্প্রতি পিয়ংইয়ং সফর করা একজন রুশ সংসদ সদস্য শুক্রবার রাশিয়ার সংবাদ সংস্থা আরআইএকে এ তথ্য জানিয়েছেন। আরআইএ জানায়, রাশিয়ার সংসদের নি¤œকক্ষের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য অ্যান্থন মরোজভ এবং আরো দুই রুশ আইনপ্রণেতা ২ থেকে ৬ অক্টোবর উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। সফর শেষে অ্যান্থন এই মন্তব্য করেন।

অ্যান্থন মরোজভ বলেন, ‘দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। তারা আমাদের পরীক্ষার গাণিতিক তথ্য দিয়েছে। তারা মনে করছে, এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারবে।’

এই আইনপ্রণেতা আরো বলেন, আমরা বুঝতে পেরেছি তারা ভবিষ্যতে আরো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে চায়। সাধারণভাবে তাদের মনোভাব যুদ্ধভাবাপন্ন।
গত কয়েক মাস ধরেই উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোরীয় উপদ্বীপ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা ও কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দাবি করেছে, পারমাণবিক বোমা বহনে সক্ষম তাদের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। রুশ আইনপ্রণেতার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ধাক্কা লেগেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে অ্যান্থনের মন্তব্যের সত্যতা তৃতীয় কোনো পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।

ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তারাও ধারণা করছেন, উত্তর কোরিয়া ১০ অক্টোবর বা কাছাকাছি সময়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে পারে। ১০ অক্টোবর দেশটির ক্ষমতাসীন দল কোরিয়ান ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার সাথে কথা হয় রয়টার্সের। তিনি জানান, পিয়ংইয়ং কোনো ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার উদ্যোগ নিচ্ছে তা জানা যায়নি। এর আগেও তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে যা ধারণা করা হয়েছিল; বাস্তবে সেটার প্রতিফলন দেখা যায়নি।

চলতি সপ্তাহে ওয়াশিংটনে একটি সম্মেলনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একজন সিনিয়র গবেষক জানান, ১০ অক্টোবর উত্তর কোরিয়া সরকার বড় ধরনের কিছু করতে পারে। তবে সেটা কি হতে পারে তা উল্লেখ করেননি এই সিআইএ কর্মকর্তা।
বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা কমালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে কর্মীদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে নিয়োগকারী প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা তুলে নিয়ে নতুন নির্দেশ জারি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এ নির্দেশের কথা জানিয়েছে। নতুন নির্দেশে বলা হয়েছে, যদি জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে গিয়ে তাদের ‘ধর্মীয়’ কিংবা ‘নৈতিক বিশ্বাস ভঙ্গ’ হয় তাহলে নিয়োগকারী প্রতিষ্ঠান ও বীমা কর্মীরা তা দিতে অস্বীকৃতি জানাতে পারবে।

স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাওয়া ‘ওবামাকেয়ারের’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ওই আদেশে শুধু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য ছাড় ছিল, কর্মীদের জন্মনিয়ন্ত্রণ সেবা দেয়া না দেয়া সেসব প্রতিষ্ঠানের মর্জির ওপর ছেড়ে দেয়া হয়েছিল। খবরে বলা হয়, বিভিন্ন কোম্পানিকে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা দিতে ওবামা আমলে করা আগের আদেশে অন্তত সাড়ে ৫ কোটি মার্কিন নারী সুবিধা পেয়েছেন। হোয়াইট হাউজের দায়িত্ব নেয়ার আগেই ট্রাম্প পূর্বসূরির আদেশটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার ধারাবাহিকতাতেই নিয়োগকারী ও বীমা কোম্পানিগুলোর জন্য ‘নৈতিক ছাড়ের’ সুযোগ রেখে নতুন নির্দেশটি জারি করা হলো।

শুক্রবার এইচএইচএস জানায়, জন্মনিয়ন্ত্রণ সেবা দেয়ার বাধ্যতা থেকে সরে আসতে এবং বিনামূল্যে গর্ভনিরোধক সামগ্রী দিতে অস্বীকৃতি জানাতে পারবে এমন প্রতিষ্ঠানের বিস্তৃতি গুরুত্বপূর্ণ। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ও ন্যাশনাল ওমেনস ল সেন্টার কেন্দ্রীয় সরকারের নতুন এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে। নিয়ম বদলানোর ঘোষণা দেয়ার সময় এইচএইচএসের কর্মকর্তারা একটি গবেষণার দাবি করা তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা ও গর্ভনিরোধক সামগ্রী ঝুঁকপূর্ণ যৌন আচরণ’ উৎসাহিত করছে। বিনামূল্যে না পেলে কত সংখ্যক নারী জন্মনিয়ন্ত্রণ সুবিধা হারিয়ে বিপদে পড়বে ওই গবেষণায় সে সম্পর্কিত কোনো তথ্য ছিল না।

এইচএইচএস অফিস অব সিভিল রাইটসের পরিচালক রজার সেভেরিনোর দাবি, সুবিধা হারানো নারীর সংখ্যা বেশি হবে না। অন্য দিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যেসব প্রতিষ্ঠানের মালিকেরা এত দিন ইচ্ছার বিরুদ্ধে বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা ও গর্ভনিরোধক সামগ্রী দিতে বাধ্য হয়েছেন, তারা নতুন নির্দেশের সুবিধাভোগী হবেন। বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণ সেবা কেবল অনাকাক্সিক্ষত গর্ভধারণ প্রতিরোধেই ব্যবহৃত হতো না, অনেক ক্ষেত্রে ডিম্বাশয় ও জরায়ুর চিকিৎসায়ও এ সেবা কাজে লাগত।-বিবিসি

এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে