আন্তর্জাতিক ডেস্ক : কোন বিধবা নারীকে বিয়ে করলেই নগদ ২ লক্ষ টাকা। বিধবাদের পুনরায় বিয়ে দিতে এমনই অভিনব উদ্যোগ নিতে চলেছে ভারতের মধ্যপ্রদেশ সরকার। ইতিমধ্যেই এই পরিকল্পনাকে প্রস্তাব আকারে তৈরি করে ফেলেছে মধ্যপ্রদেশ সরকার।
শীঘ্রই এই প্রস্তাব রাজ্যের অর্থমন্ত্রনালয়ের কাছে পাঠানো হবে বলে জানা গিয়েছে। আগামী তিন মাসের মধ্যেই এই প্রকল্প রূপায়িত হবে বলে জানা গিয়েছে। খবর ওয়ান ইন্ডিয়া নিউজের।
তবে এখানে কয়েকটি শর্তও রয়েছে। যেমন পাত্রীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। আর পাত্রের এটা প্রথম বিয়ে হতে হবে। বিপত্নিক বা ডিভোর্সি এই প্রকল্পে পুনরায় বিয়ে করতে পারবেন না।
সেইসঙ্গে বিয়েকে নথিভুক্ত করতে জেলা কালেক্টরেটের অফিসে। কোনও গ্রাম পঞ্চায়েত বা স্থায়ী জনপ্রতিনিধির দেওয়া সার্টিফিকেটকে গ্রাহ্য করা হবে না বলে জানিয়ে দিয়েছে সরকার। এই প্রকল্পে বছরের অন্তত ১০০০ বিধবা নতুন করে ঘর বাঁধবেন বলেই আশা করা হচ্ছে।
মধ্যপ্রদেশ সরকার বছরে ২০ কোটি টাকা এই বিধবা পুনর্বিবাহের জন্য বরাদ্দ করবে বলে অর্থ মন্ত্রনালয় সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের মধ্যে তা প্রথম হবে বলে দাবি শিবরাজ সিং চৌহান সরকারের।
গত জুলাই মাসেই সুপ্রিমকোর্ট ভারত সরকারের কাছে জানতে চায়, বিধবাদের পুনর্বিবাহের জন্য সরকার কী ব্যবস্থা বা পদক্ষেপ নিচ্ছে। এই প্রসঙ্গে কেন্দ্র সরকারকে একটি নীতি নির্ধারণের নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত।
সেই নির্দেশকেই গুরুত্ব দিয়ে এই পদক্ষেপ বলে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সরকারের। বর্তমানে সারা ভারতে কত বিধবা পুনর্বিবাহ হয় তার কোনও সঠিক হিসাব এই মুহুর্তে সরকারের কাছে নেই বলেও জানা গেছে।
এমটিনিউজ/এসএস