শনিবার, ০৭ নভেম্বর, ২০১৫, ০৯:২১:২৮

কালো বলেই নোবেল পাইনি : রামদেব

কালো বলেই নোবেল পাইনি : রামদেব

আন্তর্জাতিক ডেস্ক : তিনি 'কালাে লোক'। তাই বিশ্ব-বঞ্চনার শিকার হতে হয়েছে এবং এখনও হচ্ছে। না হলে দীর্ঘ দিন আগেই তার ঘরে নাকি নোবেল পুরস্কার শোভা পেত। এমনটাই দাবি করেছেন যোগগুরু রামদেব। যোগের ক্ষেত্রে তার যোগদানকে অবহেলা করায় সহ্য করতে না পেরে অবশেষে মুখ খুললেন তিনি। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। যদিও কালো চামড়া বলতে তিনি কি বোঝেন সেটা এখনও জানা যায়নি। আর এটাও অজানা যে, এর আগে যত জন নোবেল পেয়েছেন তারা সকলে 'সাদা চামড়ার মানুষ' নয় এটা রামদেবের হয়তো জানা নেই। কারণ যাই হোক, চুপ করে না থেকে ঘটনার প্রতিবাদ করাই উপযুক্ত মনে হয়েছে এই যোগগুরুর। তাই একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, 'যদি আমি সাদা চামড়ার মানুষ হতাম, তা হলে যোগের ক্ষেত্রে আমার অবদানের জন্য এত দিনে নোবেল পুরস্কার পেতাম। কিন্তু আমায় দেওয়া হয়নি কারণ আমার চামড়ার রং কালো।' শুধু টিভি চ্যানেলেই নয়, ঝাড়খণ্ডের রাঁচিতে একটি যোগ কার্যক্রমে ভাষণ দিতে গিয়েও তার মুখ থেকে এই একই কথা বেরিয়ে আসে। তখন তার পাশে রাজ্যের মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। সে যাই হোক, ঘটনার পর থেকে ট্যুইটার এবং সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছেন তিনি। এবং সেই আলোচনা হাস্যকরভাবেই। ৭ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে