আন্তর্জাতিক ডেস্ক : ফের বিতর্কে পশ্চিমবঙ্গের ঋতব্রত ব্যানার্জী। এবার তার বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ এক তরুণীর। টুইটারে নম্রতা দত্ত নামে ওই তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির ফ্ল্যাটে তার সঙ্গে একাধিকবার ঋতব্রত শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরে সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার করেন তিনি। এমনকি তাকে মুখ বন্ধ রাখতে চাপ দেওয়া হয় বলেও অভিযোগ। তরুণীর আরও অভিযোগ, আড়াই লক্ষ টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টাও করেন ভারতের রাজ্যসভার সাংসদ। (যদিও তিনি সিপিএম থেকে ইতিমধ্যে বহিস্কৃত)।
নম্রতার আরও অভিযোগ, ২০১৫ সালে ১৫ অক্টোবর তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন ঋতব্রত ব্যানার্জি। ১৯ বার তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। তার দাবি, ঋতব্রত প্রভাবশালী। তাই তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ এফআইআর নিচ্ছে না।
ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়েছেন নম্রতা দত্ত। ফোনে নম্রতা জানিয়েছেন, ঋতব্রতর যে ঘড়ি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তা তিনিই উপহার দিয়েছিলেন। তাকে নেদারল্যান্ডসে আসার খরচও দিয়েছিলেন তিনিই।
এনিয়ে সাংসদ ঋতব্রত ব্যানার্জীর প্রতিক্রিয়া জানতে ফোনে যোগাযোগ করেছিল কিন্তু তাকে পাওয়া যায়নি। তবে, এই বিষয়ে মুখ খুলেছেন ঋতব্রত ব্যানার্জীর বান্ধবী। পাল্টা পুলিশের দ্বারস্থ তিনি। নম্রতার বিরুদ্ধে পাল্টা উত্যক্ত করার অভিযোগও করছেন তিনি। জানাচ্ছেন, এই বিষয়ে প্রমাণও নাকি রয়েছে।
এমটিনিউজ/এসবি