আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ডেস্ট্রয়ারগুলোতে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র। সম্প্রতি প্রত্যেকটি ডেস্ট্রয়ারে অত্যাধুনিক মারণাস্ত্র সম্পন্ন ক্ষেপনাস্ত্রগুলো বসানো হয়েছে।
ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাধুনিক ডেস্ট্রয়ারগুলোতে অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘কাদির’ বসানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। এবং আগামিদিনে ইলেকট্রনিক যুদ্ধের জন্যও এই ক্ষেপণাস্ত্রগুলো উপযোগী বলে জানানো হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে।
ভবিষ্যতে এই ক্ষেপণাস্ত্রকে আরো উন্নত করা হবে বলেও জানানো হয়েছে। নৌবাহিনীর কমান্ডার জানিয়েছেন, ডেস্ট্রয়ার নির্মাণের ক্ষেত্রে ইরান ব্যাপক সাফল্য অর্জন করেছে। ইরানের তৈরি সর্বশেষ ডেস্ট্রয়ার ‘সাহান্দ’ নির্মাণের মধ্যদিয়ে তা প্রমাণিত হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস