সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭, ০৪:৫৯:২৭

আপত্তি ‘হিন্দু’ ও ‘মুসলিম’ শব্দে, সরিয়ে ফেলার পরামর্শ ইউজিসির

আপত্তি ‘হিন্দু’ ও ‘মুসলিম’ শব্দে, সরিয়ে ফেলার পরামর্শ ইউজিসির

আন্তর্জাতিক ডেস্ক : শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে ধর্মের সংযোগ না থাকাই বাঞ্ছনীয়। তাই বিশ্ববিদ্যালয়ের নামে হিন্দু ও মুসলিম শব্দ যোগ না করার প্রস্তাব আনলো ভারতের ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ও বেনারস হিন্দু ইউনিভার্সিটি-র প্রসঙ্গেই এই প্রস্তাব।

ইউজিসি-র এক প্যানেলের পরামর্শ, এই দুটি বিশ্ববিদ্যালয়ের নাম থেকে যথাক্রমে মুসলিম ও হিন্দু শব্দদুটি সরানো উচিত। কারণ ভারত সরকারের অনুদানে চলা বিশ্ববিদ্যালয় দুটির এহেন নাম দেশের ধর্মনিরপেক্ষতার সঙ্গে খাপ খায় না।

ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রনালয়ের তরফে বিশ্ববিদ্যালয়গুলিতে আর্থিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছিল। প্রায় ১০টি বিশ্ববিদ্যালয়ের আর্থিক হিসেবনিকেশ ছিল আতসকাচের নিচে। তারই অডিট রিপোর্টে এই প্রস্তাব দেওয়া হল।

কমিটির এক সদস্য জানাচ্ছেন, ধর্মনিরপেক্ষ দেশে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দু ও মুসলিম শব্দদুটি শোভা পায় না। তাদের দাবি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির বদলে নাম হওয়া উচিত আলিগড় ইউনিভার্সিটি। অথবা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খানের নামে নামকরণ হওয়া উচিত।

সেরকমই ভারতের বিখ্যাত বেনারস হিন্দু ইউনিভার্সিটির নাম হোক শুধু বেনারস ইউনিভার্সিটি। যেহেতু ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তাই দেশের শিক্ষা প্রতিষ্ঠানেও সেই ছাপ থাকা উচিত বলে মনে করে এই কমিটি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে