রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০১:২২:১৩

মেক্সিকোতে দুটি গণকবরে ১৫০টি মৃতদেহ উদ্ধার

মেক্সিকোতে দুটি গণকবরে ১৫০টি মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে অবৈধভাবে একটি হাসপাতালের মর্গ থেকে ১৫০টি মৃতদেহ দুটি গণকবরে স্থানান্তরিত করার অভিযোগ উঠেছে। হাসপাতালের ফরেনসিক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাষ্ট্রীয় একটি মানবাধিকার সংস্থা তদন্ত কাজ শুরু করেছে। এর কিছু দিন আগে সাদা রঙের পোশাক পরা ফরেনসিক কর্মকর্তাদের তেতেলসিঙ্গো গ্রামে গণকবর খোঁড়ার ভিডিও চিত্র প্রকাশ হয়। এর পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হলে মোরেলোস রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় থেকে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়া হয়। ২০১৩ সালে অপহৃত এক ব্যক্তির পরিবারের সদস্যরা এ গণকবরগুলোর সন্ধান দেন। এ সময় দুটি গণকবরে মোট ১৫০টি মৃতদেহ সমাহিত করা হয়। আইনজীবী জেভিয়ের পেরেজ জানান, দেহাবশেষগুলো আদিবাসী অধ্যুষিত ক্ষুদ্র মরিলস রাজ্য থেকে উদ্ধার করা হয়েছে। এ রাজ্যে দেশের অন্য অঞ্চলের তুলনায় অপহরণের ঘটনা সবচেয়ে বেশি। পেরেজ আরো বলেন, ঘটনাটি আইন অনুযায়ী করা হয়েছে কিনা তা পুনরায় তদন্ত করে খতিয়ে দেখা হবে। তবে কতজন কর্মকর্তার বিরুদ্ধে এ তদন্ত করা হবে কিংবা গণকবর দুটি কত দিন ধরে ব্যবহার করা হচ্ছিল সে বিষয়ে কিছু জানা যায়নি।- দ্য গার্ডিয়ান ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে