আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্যতম আক্রমণ হেলিকপ্টার এম আই ১৭। রাশিয়ার পর ভারতইকে সব থেকে বেশি গুরুত্ব দেয় ইসরায়েল। এবার এই এম আই ১৭ কেই আপডেট করতে ভারতের হাত ধরতে চলেছে ইসরায়েলর। এর ফলে নতুন মাত্রা যোগ করবে দু’দেশের সামরিক শক্তিতে।
এর ন্যাভিগেশনাল এবং অপারেশনাল সিস্টেম সহ অন্যান্য বিষয় কে আপগ্রেড করা হচ্ছে। উপমা হিসাবে বলা যেতে পারে এর আধুনিক মিসাইল সিস্টেমকে অত্যাধুনিক করা হচ্ছে যথা আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশ এই ক্ষেপণাস্ত্রগুলিকে আপগ্রেডে করা যাবে। ইসরায়েলের একটি সংস্থার সাথে জোট বেঁধে কাজ করবে ভারত।
এর অপারেশনাল লেংথ বর্তমানে ৫৪০ কিমি এটাকে আপগ্রেড করে করা হবে ১০৬৫ কিমি সঙ্গে ফুয়েল ট্যাঁককে আরো আধুনিক করা হবে। এক্ষেত্রে একত্রে কাজ করবে ভারত ও ইসরায়েল। এছাড়া অস্ত্র বিনিময়ের মতো চুক্তি সমঝোতা হয়েছে জানা গেছে।
এমটিনিউজ/এসএস