সোমবার, ০৯ অক্টোবর, ২০১৭, ১১:৩২:৫৯

বিয়ের আসরেই ফাঁস নববধূর পরকীয়া, ভিডিও দেখে পালালো নববধূ

বিয়ের আসরেই ফাঁস নববধূর পরকীয়া, ভিডিও দেখে পালালো নববধূ

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে যুবক-যুবতীর বিয়ের আসরে পৌঁছেছিলেন আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধবরা। নববধূর সাজে বিয়ের পিঁড়িতে বসতে প্রস্তুত ছিলেন যুবতী। এতদূর পর্যন্ত আর পাঁচটা বিবাহ বাসরের মতোই জমে উঠেছিল অনুষ্ঠান।

তবে, বিপত্তি ঘটল তারপর। আসর ভর্তি আমন্ত্রিতদের সামনে হবু স্বামী যে এমন কাণ্ড ঘটাবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি কনে। শুধু নববধূ কেন, হবু বর এমন ঘটনা ঘটাবেন, তা আন্দাজ করতে পারেননি আমন্ত্রিতরাও। কী করলেন যুবক? আসর ভরতি লোকের সামনে চালিয়ে দিলেন একটি ভিডিও।

শুরুতে তাতে দেখা যায় কনে-বরের ভালবাসার কেমিস্ট্রি। কিন্তু পরক্ষণে পালটে যায় ছবি। ভেসে ওঠে অন্য এক পুরুষের মুখ। যার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় কনেকে। অন্য এক পুরুষের হাত ধরে একটি হোটেলের ঘরে ঢুকে গেলেন ওই যুবতী। তারপর সেখানে (প্রচার অযোগ্য শব্দ) লিপ্ত হন তারা।

পাত্রের দাবি, তার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই এই কাণ্ড ঘটিয়েছেন যুবতী। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরও নিজের চাহিদা চেপে রাখতে পারেননি তিনি। আর তাই হবু স্ত্রীকে উচিত শিক্ষা দিতেই ভিডিওটি চালান তিনি।

তেব, এত লোকের সামনে আচমকা এমনভাবে তার অন্তরঙ্গ মুহূর্ত তুলে ধরা হবে, তা প্রত্যাশা করেননি যুবতী। জানা গিয়েছে, এই ঘটনার পরই নাকি আসর থেকে পালিয়ে যান তিনি। যদিও পরে তাদের বিয়ে হয়েছে কিনা সে খবর পাওয়া যায়নি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে