মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭, ০৭:২১:৪৬

দৌঁড়ে অংশ নিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন স্বাস্থ্যমন্ত্রী!

দৌঁড়ে অংশ নিয়ে হার্ট অ্যাটাকে মারা গেলেন স্বাস্থ্যমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সার আক্রান্তদের সহায়তার জন্য অর্থ তুলতে ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু ম্যারাথন দৌড় শুরুর পর হার্ট অ্যাটাকে মৃত্যুরবণ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী স্লিম চাকের-এর বয়স ছিল ৫৬ বছর।

প্রায় ৫০০ মিটার দৌড়ানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যুর পর তিউনিসিয়ার প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেছেন, তিনি তার 'ভাই এবং সহকর্মীকে' হারিয়েছেন। একটি মহৎ মানবিক কাজ করার সময় তিনি মৃত্যু বরণ করেছেন বলে উল্লেখ করেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী।

শিশুদের জন একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার জন্য অর্থ জোগাড় করতে এ ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। গতমাসে মন্ত্রী পরিষদে পরিবর্তনের মাধ্যমে চাকেরকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল। সাবেক এ ব্যাংকার এক সময় অর্থ মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে