ভবন ধসের ৫০ ঘণ্টা পর জীবিত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে একটি কারখানা ধসে পড়ার প্রায় ৫০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে মোহাম্মদ শহীদ নামে এক তরুণকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।
শহীদকে দুদিন ধরে না পেয়ে তার পরিবারের লোকজন ধরে নেন তিনি আর বেঁচে নেই। তারা অন্য একজনের লাশ শহীদের বলে শনাক্ত করেন এবং লাহোর থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দূরে শহীদের পূর্বপুরুষের শহর কবিরওয়ালায় সেটি দাফন করেন।
গত বুধবার সন্ধ্যায় লাহোরের কাছে অবস্থিত রাজপুত পলিস্টার নামের পলিথিনের ব্যাগ তৈরির একটি কারখানা ধসে পড়ে। কারখানাটি চারতলা ভবন ছিল। এখন পূর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৩৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, দুর্ঘটনার সময় অন্তত প্রায় ১৫০ জন সেখানে কাজ করছিলেন। তাই কতজন মারা গেছেন বা বেঁচে আছেন অথবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, তা এখনই বলা যাচ্ছে না।
মোহাম্মদ ওসমান নামের এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ভবনটি ধসে যাওয়ার ৫০ ঘণ্টা পর সেখান থেকে ১৮ বছর বয়সী মোহাম্মদ শহীদকে জীবিত উদ্ধার করা হয়েছে। অশেষ দোয়ায় তিনি বেঁচে আছেন।’
এছাড়া, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ২৬ অক্টোবরের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।
এদিকে, প্রাদেশিক শ্রমমন্ত্রী রাজা আশফাক সারোয়ার বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ
�