মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭, ০৯:৪৮:১০

‘আমেরিকার মূল ভূখণ্ডে পরমাণু হামলা চালাতে পারে উত্তর কোরিয়া’

‘আমেরিকার মূল ভূখণ্ডে পরমাণু হামলা চালাতে পারে উত্তর কোরিয়া’

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকায় পরমাণু হামলা চালানোর জন্য উত্তর কোরিয়ার কাছে পর্যাপ্ত কারিগরি প্রযুক্তি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে পেন্টাগন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমনটাই জানাচ্ছে।

যদিও উত্তর কোরিয়ার পরমাণু হামলার পালটা হামলা চালানোর ক্ষমতাও পেন্টাগনের রয়েছে বলে মত মার্কিন কম্যান্ডোদের। তবে একবার হামলা চালালে তার পরিণাম যে কতটা ভয়াবহ তাও আংশঙ্কার বাহিরে নেই।

মার্কিন অ্যাডমিরাল উইলিয়াম গোরনি বলেছেন, মার্কিন গোয়েন্দাদের কাছে যে তথ্য রয়েছে, সেই মোতাবেক উত্তর কোরিয়ায় বাস্তবিক অর্থেই পরমাণু অস্ত্রে সজ্জিত। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আমেরিকার মূল ভূখণ্ডে পরমাণু হামলা চালাতে পারে উত্তর কোরিয়া।

অ্যাডমিরাল জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আচরণ অগ্রিম অনুমান করা যাচ্ছে না।  তাই উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ব্যবহার সম্পর্কে মার্কিন সামরিক বাহিনীকে ২৪ ঘন্টাই সতর্ক থাকতে হচ্ছে।  

তিনি আরও বলেন, “আমরা তার জন্য সব সময় প্রস্তুত আছি। তিনি কখন আমাদের দিকে নির্বোধের মত এই জাতীয় কিছু ছুঁড়ে মারেন সেই নিয়ে আমরা ২৪ ঘন্টা সতর্ক রয়েছি। আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে, উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্রই আমরা ভূপাতিত করব।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে