আন্তর্জাতিক ডেস্ক : একদিকে জঙ্গিবাদে মদত দেওয়া, অন্যদিকে নিউক্লিয়ার অস্ত্রে শাণ দেওয়া পাকিস্তানই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ বলে মনে করেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র সাবেক কর্মকর্তা কেভিন হালবার্ট।
জুন মাসে অবসর নিয়েছেন কেভিন হালবার্ট। তার বক্তব্য, পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলির মধ্যে একটি। জঙ্গিবাদে মদত দিচ্ছে এমন একটি দেশ, যার নিজের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গিয়েছে।
তার যুক্তি, সে দেশে বেড়ে চলা সন্ত্রাসবাদ, ভেঙে পড়া অর্থনীতি ও নিউক্লিয়ার গবেষণার বাড়বাড়ন্ত পাকিস্তানকে ক্রমশ খাদের ধারে ঠেলে দিচ্ছে। মার্কিন গুপ্তচরের দাবি, পাকিস্তান ভবিষ্যতে এমন একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে, যারা বিশ্বের সমস্ত উন্নত দেশগুলির কাছে বড় হুমকি হয়ে দাঁড়াবে।
বহুদিন ধরেই পাকিস্তান জেহাদিদের উৎসাহ যুগিয়ে চলেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখায়। কিন্তু সেই জঙ্গিরাই যে পাকিস্তানের কাছে বুমেরাং হয়ে যাবে সে কথা আঁচ করতে পারেননি সে দেশের সেনাকর্তারা।
এমটিনিউজ/এসএস