মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭, ১০:২৬:৩৪

জঙ্গিদের সঙ্গে লড়তে গিয়ে ভেঙে পড়লো যুদ্ধবিমান

জঙ্গিদের সঙ্গে লড়তে গিয়ে ভেঙে পড়লো যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে জঙ্গিদের সাথে যুদ্ধ করতে গিয়ে ভেঙে পড়লো রাশিয়ার একটি যুদ্ধবিমান। ঘটনায় যুদ্ধবিমানে থাকা এক ক্রু নিহত হয়েছেন। গত দুই বছরে রাশিয়া মোট তিনটি বিমান হারিয়েছে।

রাশিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি যুদ্ধমিশনে যাওয়ার জন্য শেষ মূহূর্তে এই দুর্ঘটনা ঘটে। তিনি নিহতের সংখ্যা নির্দিষ্ট করে বলেন নি তবে এসইউ-২৪ বিমানে সাধারণত এক অথবা দুজন ক্রু থাকে।

রুশ মুখপাত্র বলেন, বিমান থেকে ক্রু বের হওয়ার সময় পান নি। ফলে তিনি মারা গেছেন। কারিগরি ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে তিনি ধারণা করছেন।

২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ায় আইএস গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলার ফলে সিরিয়া ও মিত্র বাহিনীর যোদ্ধারা জঙ্গিদের বিরুদ্ধে স্থলযুদ্ধে এগিয়ে যাওয়ার বিশেষ সুবিধা পেয়েছে। তবে এসব হামলা চালাতে গিয়ে গত দুই বছরে রাশিয়া মোট তিনটি বিমান হারিয়েছে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে