রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৩:০৯:৪৮

ইয়েমেন ও লিবিয়ায় সামরিক হামলার ইঙ্গিত দিল রাশিয়া

ইয়েমেন ও লিবিয়ায় সামরিক হামলার ইঙ্গিত দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়েমেন ও লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। পুতিন বলেছেন, ‘বিশ্বের যেখানেই রুশ নাগরিক থাকুক না কেন তাদের রক্ষা করা আমার প্রথম দায়িত্ব।’ সিরিয়ায় যখন রুশ হামলা জোরদার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তখন ইয়েমেন ও লিবিয়ায় রুশ হামলার ইঙ্গিত নিয়ে খবর দিল রাশিয়ার গনমাধ্যম। গত মার্চ মাস থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক ১০টি মিত্র দেশ ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে। অন্যদিকে, সাবেক শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির হত্যার পর লিবিয়ায় কথিত ইসলামপন্থি উগ্রবাদীরা নৈরাজ্য সৃষ্টি করেছে। এসব দেশে বহু রুশ নাগরিকের বসবাস রয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোয় ৫ম বিশ্ব স্বদেশি সম্মেলনে পুতিন বলেন, “যেসব মানুষ নানা কারণে রাশিয়ায় বসবাস করেন না, দেশের বাইরে থাকেন তাদের নিশ্চিত থাকা উচিত যে, আমরা সবসময় আপনাদের স্বার্থ রক্ষা করব তা যদি সিরিয়া, ইয়েমেন কিংবা লিবিয়ার মতো জায়গাও হয়।” ইয়েমেনে সৌদি জোটের নৌ ও আকাশ অবরোধ অমান্য করে রাশিয়া সম্প্রতি দুটি ত্রাণবাহী কার্গো বিমান পাঠিয়েছে। ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে