বুধবার, ১১ অক্টোবর, ২০১৭, ০৬:৫৩:৩৮

স্বামী ফোন না ধরায় অভিমানে স্ত্রীর আত্মহত্যা

স্বামী ফোন না ধরায় অভিমানে স্ত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসে থাকা স্বামীকে ফোন দিয়েছিল স্ত্রী কিন্তু স্বামী ফোন না ধরায় অভিমানে আত্মহত্যা করেছেন দিল্লির এক গৃহবধূ। ৩৭ বছর বয়সী ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর হয়েছে তাদের বিয়ে হয়েছে। বিয়ের ১৫ দিন পরেই ওই নারীর স্বামী যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। রোববার করওয়া চৌথ উপলক্ষ্যে সারাদিন উপোস থাকার পর ওই নারী তার প্রবাসে থাকা স্বামীকে ফোন করেন।

তবে তার স্বামীর ফোন না ধরায় মঙ্গলবার দিল্লিতে নিজের বাড়িতে আত্মহত্যা করেন ওই মহিলা। দিল্লি পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।  
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে