আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সুবিধা বাতিলের ঘটনাকে হতাশাজনক আখ্যা দিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইপ এরদোয়ান।
এক সপ্তাহের মাথায় আঙ্কারায় মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুর্কি কর্তৃপক্ষ।
তুরস্কে গত বছরের ব্যর্থ সামরিক অভ্যুত্থানে ওই ব্যক্তি জড়িত ছিলো বলে অভিযোগ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে তুরস্ক পাল্টাপাল্টি তাদের ভিসা সুবিধা বাতিল করে।
এতে ধস নামে তুরস্কের শেয়ার বাজারে। এমন পরিস্থিতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিককে ভিসা সুবিধা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
এই ভিসা নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তারা। মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন দাবি করে যুক্তরাষ্ট্র জানায়, এতে দুই দেশের সম্পর্কে চিড় ধরেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস