আন্তর্জাতিক ডেস্ক : স্বল্পবসনা এক যুবতীর সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছেন এক পাটভাঙা পাঞ্জাবি আর চকচকে জহরকোট পরা নেতা। তিনি ভারতের বিহারের ক্ষমতাসীন রাজ্য সরকারের একজন নির্বাচিত এমপি। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
রীতিমতো আলো ঝলমলে নাচের জলসা। মঞ্চের খুঁটি জড়িয়ে একেবারে 'ফিল্মি' কায়দায় ঘুরে ঘুরে নৃত্য করছেন তিনি। নাচের ভঙ্গি কোনও কোনও ক্ষেত্রে শালীনতার মাত্রা ছাড়াচ্ছে। বড় পর্দায় 'আইটেম ডান্স'-এ যেমন দৃশ্য আমরা দেখতে অভ্যস্ত, অনেকটা তেমনই।
এমনই এক ভিডিও ক্লিপ এখন হাতে হাতে ঘুরছে। আর তাতেই বেজায় অস্বস্তিতে বিহারের শাসক দল জেডি (ইউ)। কারণ, নাচের জলসায় স্বল্পবসনা যুবতীর সঙ্গে যাকে কোমর দোলাতে দেখা যাচ্ছে তিনি বিহারের বিধানসভার টিকারীর জেডি (ইউ)-র নির্বাচিত এমপি অভয় কুমার সিনহা।
ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ভিডিওটি আপলোড করা হয়েছে বিহারের বিরোধী দল লালুপ্রসাদ যাদবের আরজেডি-র পক্ষ থেকে। একজন নির্বাচিত প্রতিনিধি এই রকম কর্মকান্ড রীতিমত সবাইকে অবাক করার মতোই।
এমটিনিউজ/এসএস